মাদারীপুরে অতিরিক্ত যাত্রী বহনও মাস্ক বিহীন চলাফেরা করায় ১টি গাড়ীসহ ১৫টি মামলায় ৪০০০ টাকা জরিমানা আদায়
মাদারীপুর প্রতিনিধিঃ
করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সরকার পরিবহনে যাত্রী বহনের উপর যে নীতিমালা জারি করেন সেই নীতিমালাকে উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে মাদারীপুরে লোকালবাসকে জরিমানা করা এবং ইটেরপুল শকুনি এলাকায় যত্রতত্র মাস্ক বিহীন চলাফেরা করায় ১৫টি মামলায় ৪০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ১ এপ্রিল বৃহষ্পতিবার বিকাল ৫.২৫ টার দিকে ইটেরপুল বাসস্ট্যান্ডে শাপলা পরিবহনের একটি লোকাল বাসকে ১৫০০/ (পনের) শত টাকা জরিমানা ও এর আগেও পরে মোট ১৫ টি মামলায় ৪০০০/(চার হাজার) টাকা জরিমানা আদায় করেন মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন ও আব্দুল্লাহ আবু জাহের। উপস্থিত সকলে তাদের ধন্যবাদ জানান।
Leave a Reply