মাদারীপুরের পুরানবাজারে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে গরীবের ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের পুরানবাজারে স্বর্ণকার পট্টিতে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মাদারীপুরের সুযোগ্য মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পুরানবাজার স্বর্ণকার পট্টিতে করোনাভাইরাস এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক ও মাদারীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুশার ভূঁইয়ার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাস প্রতিরোধে করণীয় ও জন সচেতনতা বৃদ্ধিতে মাদারীপুর সদর উপজেলার গরীবের ইউএনও খ্যাত মোঃ সাইফুদ্দিন গিয়াস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সাইফুদ্দিন গিয়াস বলেন সকল দোকানদার মাস্ক ব্যবহার করবে এবং ক্রেতাসাধারণ মাস্ক মুক্ত অবস্থায় আসলে তাকেও মাস্ক পরিয়ে দেবে ।
করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান ।
উক্ত সভায় স্বর্ণ ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব জামাল হোসাইন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ী বৃন্দ।
Leave a Reply