মাদারীপুরে বাক-প্রতিবন্ধী ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার।। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদরের গাছবাড়ীয়া এলাকার কলাবাগান থেকে জুয়েল বেপারীর (৩২) নামে এক বাক-প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মৃতদেহের একাধিক স্থানে ছুরির আঘাতের চিহ্ন দেখা যায়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
৪ এপ্রিল রবিবার সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত জুয়েল বেপারী সদর উপজেলার গাছবাড়ীয়া এলাকার আজমত বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই দিন আগে গাছবাড়ীয়া একটি বিয়ে বাড়িতে নাচগান করে জুয়েল বেপারী। পরেরদিন একই বাড়িতে খাবারের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে মস্তফাপুর বাসস্ট্যান্ড আবুল হোটেল থেকে রুটি ও ডিম-ভাজি নিয়ে যেতে দেখা যায়। রবিবার সকালে গাছবাড়ীয়া একটি পরিত্যক্ত কলাবাগানে জুয়েল বেপারীর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে সদর থানা পুলিশকে খবর দিলে, তারা এসে মৃতদেহ উদ্ধার করে। এসময় মৃতদেহের একাধিক স্থানে ছুরির আঘাতের চিহ্ন দেখা যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। পুলিশ জুয়েল বেপারীর ভ্যান উদ্ধার করেন।
তবে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে। এই ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে মায়ের দোয়া হোটেলের কর্মচারী তোতা মিয়া জানান, শনিবার দিবাগত রাতে আমার কাছ থেকে গাছবাড়ীয়া খোকন ও হাবিব এসে ৪টি রুটি, ২টি ডিম ও ভাজি নিয়ে গেছে। সে সময় ওই ভ্যানচালক দোকানে সামনে ভ্যানের উপরে বসা ছিলো এবং নাস্তা নিয়ে তার ভ্যানেই তারা চলে যায়। এর পরের কিছুই জানি না।
নিহত জুয়েলের বাবা আছমত বেপারী জানান, ‘আমার ছেলের কোনো শত্রু নাই। আমার অনেক শক্র আছে, তারাই হয়তো আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি যশোর আছি, মাদারীপুর এসে থানায় অভিযোগ করবো। আমি হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, এই ছেলেটিকে অন্যকোন স্থানে মৃত্যু নিশ্চিত করে এখানে ফেলে রাখা হয়েছে।’
Leave a Reply