মাদারীপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
মাদারীপুর প্রতিনিধিঃ
করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সরকারের ঘোষিত ৭দিনের লকডাউনের দ্বিতীয় দিনে মাদারীপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকজনের নামে ৮টি করে ১০৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
আজ ৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাটে মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় অনেককেই আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের দ্বিতীয় দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত অন্য দোকান বন্ধ থাকলেও হাটবাজারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপ্রয়োজনে অনেকেই রাস্তাঘাটে ঘোরাফেরা করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানেননি অধিকাংশরাই। ফলে প্রতিনিয়তই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে লকডাউন ও সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রতিনিয়ত মাঠে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক।
Leave a Reply