মাদারীপুর জেলা কারাগারে আয়নাল শেখ নামে এক হাজতীর মৃত্যুু
মাদারীপুর প্রতিনিধিঃ
নেশাগ্রস্ত হওয়ার কারনে মাদারীপুর জেলা কারাগারে চুরির মামলায় কারাগারে থাকা এক হাজতীর মৃত্যু হয়েছে।
আজ ভোররাতে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাদারীপুর জেলা কারাগারের সুপার বলেন, গোপালগন্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ গংগারামপুর নিবাসি নুরুল হকের ছেলে মোঃ আয়নাল শেখ (২৫) কে একটি চুরির মামলায় গত ২০.১২.২০২০ খ্রিঃ গ্রেপ্তার করে জেল খানায় পাঠানো হয়। আয়নাল শেখ পেশায় ভ্যানচালক। জেল সুপারের তথ্যমতে সে নেশাগ্রস্ত ছিল। রাত ২.৩৫ মিঃ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিক্তিতে সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের ডিউটি অফিসার রাত ৩.১০ মিঃ তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে জেলারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিভিভ করেননি।
আজ সোমবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাহের নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদারীপুর জেলা কারাগারের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার জানান, ব্রেইন স্ট্রোক হয়ে মারা গেছে আয়নাল। ঘুমে থাকা অবস্থায় এটা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে বলা যাবে।
মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সাদী জানান, রাজৈর উপজেলার ইশিবপুরের আবুল হোসেনের নিজ বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়। পরে তিনি রাজৈর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। রাজৈর থানার এসআই মাহাতাব হোসেন মামলার তদন্তের দায়িত্ব পায়। পরে রাজৈর থানা এলাকা থেকে পুলিশ আয়নালকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
Leave a Reply